রুটকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রুক
বার্মিংহামে ভারতের দাপুটে জয়ের পর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। আর বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জেতায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে একাধিক শ্রীলংকান ক্রিকেটারের।
টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার জায়গা দখল করেছেন সতীর্থ হ্যারি ব্রুক, যিনি দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আবারও শীর্ষে উঠে এসেছেন। রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে এবং এখন ব্রুকের চেয়ে তিনি ১৮ রেটিং পয়েন্টে পিছিয়ে।
টেস্ট ব্যাটারদের শীর্ষ দশেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ভারতের অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ২৬৯ ও ১৬১ রানের ইনিংস খেলে প্রথমবার অধিনায়ক হিসেবে জয় পান তিনি। বর্তমানে তিনি ব্রুকের থেকে মাত্র ৭৯ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে রয়েছেন রুট (২য়), কেন উইলিয়ামসন (৩য়), যস্বশী জয়সওয়াল (৪র্থ) ও স্টিভেন স্মিথ (৫ম)।
ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথও দারুণ পারফর্ম করে ১৬ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছেন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার দুটি ইনিংস ছিল যথাক্রমে অপরাজিত ১৮৪ ও ৮৮ রান।
এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটার উইয়ান মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলে ব্যাটার তালিকায় ৩৪ ধাপ এগিয়ে ২২তম হয়েছেন। একই সঙ্গে অলরাউন্ডার তালিকায় ১২ ধাপ এগিয়ে এখন রয়েছেন তৃতীয় স্থানে। যদিও তিনি ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ইনিংস ৬২৬/৫ রানে ঘোষণার সিদ্ধান্ত নেন।
ভারতের রবীন্দ্র জাদেজা এখনো অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহ এখনও সেরা টেস্ট বোলার, যদিও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে তিনি বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি।
তবে মোহাম্মদ সিরাজ ভালো পারফরম্যান্স করে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ২২তম হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও আলজারি জোসেফ দু’জনেই ছয় ধাপ করে এগিয়ে যথাক্রমে ২৯তম ও ৩১তম স্থানে পৌঁছেছেন।
ওয়ানডে র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। বাংলাদেশকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে এখন ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের শুভমান গিল।
সিরিজসেরা কুশল মেন্ডিস ১০ ধাপ এগিয়ে ১০ম স্থানে উঠেছেন। আর ৩ ম্যাচে ৯ উইকেট নেওয়া অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে।