রেকর্ড গড়া ইনিংসের নায়ক অ্যালেন ছিটকে গেলেন চোটে
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসরের শুরুতেই ইতিহাস গড়ে নজর কাড়েন ফিন অ্যালেন। এক ম্যাচে ১৯টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়া এই নিউজিল্যান্ড ওপেনার এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন টুর্নামেন্টের বাকি অংশ থেকে। পায়ের চোটে তার এবারের মৌসুম শেষ, খেলতে পারবেন না আসন্ন ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজেও।
মাঠে গড়ানো এলিমিনেটর ম্যাচে অ্যালেনের দল স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস বৃহস্পতিবার (বাংলাদেশ সময় সকাল ৬টায়) মুখোমুখি হবে এমআই নিউইয়র্কের। কিন্তু এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের সঙ্গে থাকছেন না অ্যালেন।
আসরের উদ্বোধনী ম্যাচেই ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচে ১৯টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্রিস গেইল ও সাহিল চৌহানের ১৮ ছক্কার রেকর্ড। যদিও এরপর আর তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, তবে টুর্নামেন্টে দুটি ফিফটি সহ ৯ ম্যাচে ৩৩৩ রান করে এখনো দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। স্ট্রাইক রেট ২২৫।
সর্বশেষ ম্যাচ খেলেছেন গত রবিবার, যা এবারের মৌসুমে তার শেষ ম্যাচ হয়ে থাকবে। সেখান থেকে তার হারারেতে যাওয়ার কথা ছিল, যেখানে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। তবে এখন তাকে ফিরে যেতে হচ্ছে দেশে।
ক্রিকেট নিউজিল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নির্ধারিত হবে অ্যালেনের চোট কতটা গুরুতর এবং তিনি কবে ফিরতে পারবেন মাঠে।
অ্যালেনের জায়গায় জাতীয় দলে আনা হবে নতুন একজন খেলোয়াড়। তবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলে আর কাউকে যোগ করবে না বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শুধু অ্যালেনই নয়, এলিমিনেটর ম্যাচে খেলবেন না আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমারিও শেফার্ডও। এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার এখন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে গেছেন গ্লোবাল সুপার লিগে। এমএলসিতে পাঁচ ইনিংসে আট উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও দলকে গুরুত্বপূর্ণ অবদান দিয়েছিলেন তিনি।