ট্রাম্প টাওয়ারে অফিস খুলল ফিফা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৩:০৯
শেয়ার :
ট্রাম্প টাওয়ারে অফিস খুলল ফিফা

ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এবার নিউইয়র্কের বিখ্যাত ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার সন্ধ্যায় ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারের লবিতে ক্লাব বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি এরিক ট্রাম্প, সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা একটি বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হতে হলে আগে স্থানীয় হতে হয়। আমাদের সব জায়গায় উপস্থিত থাকতে হবে, নিউইয়র্কও তার ব্যতিক্রম নয়। শুধু ক্লাব বিশ্বকাপ কিংবা বিশ্বকাপ আয়োজন নয়—এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।’

নিউইয়র্কে ফিফা ঠিক কোন বিভাগ পরিচালনা করবে, সে তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ফিফা একটি অফিস খুলেছে, যেখানে সংস্থাটির আইনি বিভাগসহ ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজন সংশ্লিষ্ট কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে এরিক ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন ও এই ভবনের সকল কর্মী এবং আমার পক্ষ থেকে জানাই—আমরা আপনাদের ভালোবাসি এবং সম্মান করি।’

ট্রাম্প পরিবারের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নতুন নয়। গত বছর থেকেই হোয়াইট হাউস এবং ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনে একাধিকবার দেখা গেছে ফিফা সভাপতিকে। এমনকি চলতি বছর ইনফান্তিনো ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও গিয়েছিলেন, যার জেরে গত মে মাসে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে তাঁর অনুপস্থিতি নিয়ে ইউরোপিয়ান ফুটবল কর্তাদের সমালোচনার মুখে পড়তে হয়।

তবুও ইনফান্তিনো মনে করেন, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে সফলভাবে আয়োজন করতে হলে দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প নিজেও ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ম্যাচটি রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একদিন আগেই ইনফান্তিনোর অফিস খোলার ঘোষণার পর ট্রাম্পের এমন সিদ্ধান্ত নজর কাড়ছে।

তবে ট্রাম্প টাওয়ারে ফিফার অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয়। এক দশক আগে এই ভবনেই থাকতেন যুক্তরাষ্ট্রের ফুটবল প্রশাসক ও ফিফার সাবেক নির্বাহী সদস্য চাক ব্লেজার। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তিনি সরকারকে তথ্য দিয়ে ফিফার বড় কেলেঙ্কারির সূত্রপাত করেন, যার ফলে পতন ঘটে সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের। এই ভবনে তাঁর দুটি অ্যাপার্টমেন্ট ছিল, একটিতে নিজে এবং অন্যটিতে থাকত তাঁর বিড়াল-পাল।

এ ছাড়া দুর্নীতির তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাবেক প্রধান হোসে মারিয়া মারিনকেও ট্রাম্প টাওয়ারেই নজরবন্দী করে রাখা হয়েছিল।

ফিফার ১২১ বছরের ইতিহাসে এতদিন শুধু সুইজারল্যান্ডের জুরিখেই ছিল মূল কার্যালয়। কিন্তু ইনফান্তিনোর নেতৃত্বে টরোন্টো, প্যারিস এবং এখন নিউইয়র্কে অফিস খুলে ফিফা বিস্তৃত করেছে তাদের কার্যক্রম।