প্রথমবার প্রধান কোচের দায়িত্বে আনচেলত্তির ছেলে

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১২:৪৯
শেয়ার :
প্রথমবার প্রধান কোচের দায়িত্বে আনচেলত্তির ছেলে

গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। এবার সেটিই পরিণত হলো বাস্তবে। ব্রাজিলের ক্লাব বতাফোগোর প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন দাভিদে আনচেলত্তি—ইউরোপের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে দাভিদেকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয় ক্লাবটি। মাত্র ৩৫ বছর বয়সী দাভিদে এই প্রথম কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে বাবার সহকারী হিসেবে কাজ করেছেন ইউরোপের শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও রিয়াল মাদ্রিদে।

গত মৌসুম শেষে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর সঙ্গে সঙ্গেই দল ছাড়েন দাভিদেও। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি হয়তো প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।

এদিকে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল বতাফোগো। তবে শেষ ষোলো থেকেই বিদায় নেয় দলটি। এরপরই দায়িত্ব হারান তৎকালীন কোচ হেনাতো পাইভা, যিনি মাত্র চার মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন। হঠাৎ বরখাস্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন এই পর্তুগিজ কোচ।

বর্তমানে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বতাফোগো। এই অবস্থানে থেকেই নতুন কোচ দাভিদে আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় দলটি।