জিম্বাবুয়েকে হারিয়ে টানা জয়ের রেকর্ড সমৃদ্ধ করল দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ২০:২৮
শেয়ার :
জিম্বাবুয়েকে হারিয়ে টানা জয়ের রেকর্ড সমৃদ্ধ করল দ. আফ্রিকা

জয়রথ চলছেই দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের। আজ মঙ্গলবার বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ইনিংস ও ২৩৬ রানের বড় ব্যবধানে। এর আগে প্রথম টেস্টও জিতেছিল সফরকারীরা। ফলে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিল তারা। 

এই নিয়ে টানা ১০ টেস্টে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুরু হয়েছিল প্রোটিয়াদের এই জয়রথ। এর মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আছে। এছাড়া বাংলাদেশ সফরে এসে োরিয়েছে ২-০ ব্যবধানে। ঘরের মাঠে শ্রীলংকাকেও হারিয়েছে ২-০ ব্যবধানে। 

টানা টেস্ট জয়ের রেকর্ড

অস্ট্রেলিয়া-------১৬ টেস্ট-----নভেম্বর ১৯৯৯ থেকে ফেব্রুয়ারি ২০০১

অস্ট্রেলিয়া-------১৬ টেস্ট-----জানুয়ারি ২০০৬ থেকে জানুয়ারি ২০০৮

ওয়েস্ট ইন্ডিজ---১১ টেস্ট-----এপ্রিল ১৯৮৪ থেকে ডিসেম্বর ১৯৮৪

দক্ষিণ আফ্রিকা--১০* টেস্ট---আগস্ট ২০২৪ থেকে বর্তমান

শ্রীলংকা---------৯ টেস্ট------সেপ্টেম্বর ২০০১ থেকে মার্চ ২০০২