ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে উইম্বলডনের তুলনা করলেন কোহলি
টেনিসে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন। টুর্নামেন্টটি দেখতে ইংল্যান্ডে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। উইম্বলডনে সেন্টার কোর্টে সরাসরি খেলার চাপকে কোহলি তুলনা করেছেন পাকিস্তানের বিপক্ষে গ্যালারিভরা দর্শকের সামনে খেলার চাপের সঙ্গে।
কোহলি বিশ্বাস করেন, সেন্টার কোর্টের মতো এই আইকনিক টেনিস ভেন্যুতে ম্যাচ সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি চাপের হতে পারে। যদিও বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মতো কয়েকটি ব্যতিক্রম ছাড়া।
গতকাল সোমবার শেষ ষোলোতে নোভাক জোকোভিচ এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরের মধ্যকার ম্যাচ দেখেছেন কোহলি। খেলার ফাঁকে স্টার স্পোর্টসের বিজয় অমৃতরাজের সঙ্গে কথা বলেছেন তিনি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘এটি অনেক চাপের, কারণে স্টেডিয়ামে অনেক লোক থাকে। তবে আমি বলব, এটি সেন্টার কোর্টের মতো ভয়ঙ্কর নয় কারণ ভক্তরা দূরে থাকে।’
এরপর ক্রিকেট প্রসঙ্গ নিয়ে আসেন কোহলি, ‘আপনি যখন ব্যাটিং করেন, তখন আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। আপনি সরাসরি উল্লাস, দুয়ো কিংবা কারো মন্তব্য শুনতে পাবেন না। এটা কেবল তখনই ঘটে, যখন আপনি সীমানার কাছে ফিল্ডিং করবেন। কিন্ত তারপরও, সবসময় চাপ কেবল আপনার ওপরই নির্ভর করে না।’
টেনিস খেলার চাপ নিয়ে কোহলি বলেন, ‘এখানে (টেনিসে) সবকিছু প্রতিটি পয়েন্টের ওপর নির্ভর করে। একটি মুহূর্ত খেলা পরিবর্তন করতে পারে। এই খেলোয়াড়রা যে চাপ সামলাতে পারে, বিশেষ করে সেন্টার কোর্টে, তা অবশ্যই বিশাল ব্যাপার। টেনিস খেলোয়াড়দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে; তারা যে ধৈর্য, ফিটনেস এবং মানসিক শক্তি দেখায় তা সত্যিই অসাধারণ।’
কোহলি স্বীকার করেছেন ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইয়ের তীব্রতার মতোই উইম্বলডনের ম্যাচ চলে যায়, ‘এটা (উইম্বলডন ম্যাচ) ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ কিংবা কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালের সঙ্গে তুলনীয়, যেখানে চাপের মুখে আপনার পা কাঁপবে। টেনিস খেলোয়াড়রা সম্ভবত কোয়ার্টার ফাইনালের পর থেকে সেই চাপ অনুভব করেন।’
চাপের মুখে খেলার জন্য সুখ্যাতি আছে কোহলির। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড দারুণ। ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন তিনি।