সেই কুশল-আসালঙ্কার ব্যাটেই বড় রানের পথে শ্রীলংকা
বাংলাদেশের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতে চারিথ আসালঙ্কার ব্যাটে ভর করে জিতেছিল শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে হারলেও ঝোড়ো গতির ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়েছিলেন কুশল মেন্ডিস। তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুজনই দারুণ ব্যাটিং করছেন। তাদের ব্যাটে ভর করে বড় রানের পথে আছে শ্রীলংকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭২ রানে ব্যাট করছে লঙ্কানরা। একপাশে কুশল ৮০ বলে ৭৬ রানে ও আরেক পাশে আসালঙ্কা ৪৫ বলে ৪১ রানে অপরাজিত আছেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলংকা। যদিও শুরুতেই ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল ৫৬ রানের জুটি গড়েন। ৬৯ রানের মাথায় নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া তানভির ইসলাম।
সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১০০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল ও আসালঙ্কা। এরই মধ্যে জুটির সংগ্রহ ৭২ রান।