অকালে ঝরল আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জানের প্রাণ
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মাত্র ৪১ বছর বয়সে মারা গেছেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসমিল্লাহ জানের মৃত্যুতে ক্রিকেটপাড়ার নেমে এসেছে শোকের ছায়া।
আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন বিসমিল্লাহ। ২৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পরিচালনার জন্য দাঁড়ান বিসমিল্লাহ। সেবার শারজাহতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার একটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
আজ এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তানের এলিট আম্পায়ারিং প্যানেলের একজন সম্মানিত সদস্য বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে এসিবি'র কর্মকর্তা, কর্মীরা এবং সমগ্র ‘‘আফগানআটালান’’ পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। অসুস্থতার কারণে মি. শিনওয়ারির মৃত্যুর সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি।’
বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ‘বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন মহান সেবক ছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র আফগান ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছে।’
আইসিসি চেয়ারম্যান জয় শাহও বিসমিল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ‘(ক্রিকেট) খেলায় তার (বিসমিল্লাহ) অবদান ছিল বিশাল, এবং ক্রিকেট সম্প্রদায় তাকে গভীরভাবে মিস করবে। আমরা এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা জানাই।’