সিরিজ নির্ধারণী /

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৪:৩৭
শেয়ার :
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তাসকিন

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লংকান অধিনায়ক চারিত আসালঙ্কা।

আজ মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে আগের দুই ম্যাচে দুদল একটি করে জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে গড়াবে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। তবে অপরিবর্তিত রয়েছে শ্রীলংকা একাদশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিতা ফার্নান্ডো।