চোটে কাঁদলেন দিমিত্রভ, ‘জিতেও জেতা মনে হয়নি’ বললেন সিনার

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১২:০০
শেয়ার :
চোটে কাঁদলেন দিমিত্রভ, ‘জিতেও জেতা মনে হয়নি’ বললেন সিনার

উইম্বলডনের শেষ ষোলোতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইতালিয়ান ইয়ানিক সিনারের মুখোমুখি হয়েছিলেন ১৯ নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভ। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত খেলার লড়াইয়ে নয়, থেমে গেল ইনজুরির কষ্টে। প্রথম দুই সেটে পিছিয়ে থাকা সিনার ৩-৬, ৫-৭ গেমে পিছিয়ে পড়েন বুলগেরিয়ান প্রতিপক্ষের কাছে। তৃতীয় সেটে স্কোর ছিল ২-২—ঠিক তখনই বুকের ডান পাশে মাংসপেশির চোটে কোর্টে লুটিয়ে পড়েন দিমিত্রভ।

সিনার ছুটে যান তার সহপাঠীর পাশে। কিন্তু কোনো চিকিৎসাই মাঠে ফেরাতে পারেনি দিমিত্রভকে। চোখের জলে বিদায় নিতে হয় সেন্টার কোর্ট থেকে। সিনার কোয়ার্টার ফাইনালে উঠলেও ম্যাচ শেষে বললেন, `এটাকে আমি জয় মনে করি না। এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক মুহূর্ত।‘

এই নিয়ে টানা পাঁচটি গ্র্যান্ড স্লামে চোটের কারণে ছিটকে গেলেন দিমিত্রভ। ইনজুরির এই দুর্ভাগ্যের কথাই তুলে ধরেছেন সিনার, `গত কিছু টুর্নামেন্টে ও খুব কষ্ট পেয়েছে। আজকের প্রতিক্রিয়ায় বোঝা যায়, সে খেলাটাকে কতটা ভালোবাসে। এমন পরিণতি আমরা কেউ চাই না, খুব কষ্টের।‘

প্রথম সেটে পড়ে গিয়ে নিজেও ডান কনুইয়ে সামান্য চোট পেয়েছিলেন সিনার, তবে সেটি গুরুতর ছিল না। বরং তার মন খারাপ বন্ধুকে এভাবে বিদায় নিতে দেখে। এক বছর আগেও উইম্বলডনে একই কোর্টে হাঁটুর চোটে ম্যাচ ছেড়েছিলেন দিমিত্রভ, এবার আবারো একই পরিণতি—এটা যেন তাকে আরও কষ্ট দিয়েছে।

সিনার বলেন, `আমি বুঝতে পারছি না কী বলা উচিত। সে একজন অসাধারণ খেলোয়াড়। ভাগ্য গত কয়েক বছরে তার সঙ্গে ছিল না। সে আমার ভালো বন্ধু, কোর্টের বাইরেও বোঝাপড়া ভালো। এই ম্যাচটা খেলার সুযোগ ওর প্রাপ্য ছিল।‘

এ জয়ের সুবাদে ওপেন যুগে নবম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা সাতটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ইয়ানিক সিনার। এবার তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ১০ নম্বর বাছাই বেন শেলটনের।

মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পোল্যান্ডের তারকা ইগা সিওনতেক। ডেনমার্কের ২৩ নম্বর বাছাই ক্লারা টওসনকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে জায়গা করে নেন শেষ আটে। পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী হলেও এখনো উইম্বলডনের ফাইনালে উঠতে পারেননি সিওনতেক। এবার সুযোগ সেই খরা কাটানোর।