অবশেষে প্রথমবার ফেদেরারের সামনে জয়, কোয়ার্টারে জোকোভিচ
উইম্বলডনে আরও একটি মাইলফলকের পথে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে ১৬তমবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা।
সোমবার সেন্টার কোর্টে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জয় পান সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। যদিও শুরুটা ছিল বেশ অগোছালো। প্রথম সেটে ১৬টি আনফোর্সড এরর ও চারটি ডাবল ফল্ট করে ৬-১ ব্যবধানে সেট হারান জোকোভিচ।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। শুরুর দিকেই ব্রেক করে এগিয়ে যান, পরে একটানা ১৯ মিনিট ধরে চলা এক গেমে মিনাউরের ব্রেক সত্ত্বেও শেষ পর্যন্ত সেটটি জিতে সমতা ফেরান।
তৃতীয় সেটে দুজনই নিজেদের সার্ভ ধরে রেখে এগোলেও নবম গেমে ফোরহ্যান্ড বাইরে মেরে বসেন মিনাউর। সেই সুযোগে ব্রেক করে সেট নিশ্চিত করেন জোকোভিচ।
চতুর্থ সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি ৩৮ বছর বয়সী এই গ্র্যান্ড স্লামজয়ী। একের পর এক গেম জিতে টানা পাঁচ গেমে জিতে নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লির মুখোমুখি হবেন জোকোভিচ। সেখান থেকে জিতলে সেমিফাইনালে তার সামনে পড়তে পারেন বর্তমান বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার।
এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন উইম্বলডনে সবচেয়ে বেশি (৮ বার) শিরোপাজয়ী কিংবদন্তি রজার ফেদেরার। জয় শেষে তার দিকেই ইঙ্গিত করে জোকোভিচ বলেন, ‘সম্ভবত এটাই প্রথমবার, যখন তিনি গ্যালারিতে বসে আমার খেলা দেখলেন আর আমি জিতলাম। এর আগে কয়েকবার ওর সামনে হেরেছিলাম, অবশেষে কুফাটা কাটল আমার।’
ফেদেরার প্রসঙ্গে স্মৃতিচারণও করেন জোকোভিচ, ‘তিনি একজন বড় মাপের চ্যাম্পিয়ন, যাকে আমি সব সময় শ্রদ্ধা ও প্রশংসা করেছি। অনেক বছর একসঙ্গে কোর্ট শেয়ার করেছি আমরা। তাঁকে আবার এখানে দেখে দারুণ লাগছে।’
রবিবার ফাইনালে জিততে পারলে শুধু ফেদেরারের উইম্বলডন রেকর্ড স্পর্শই নয়, নারী-পুরুষ মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের গৌরবও অর্জন করবেন জোকোভিচ।