ফুটবলকে বিদায় জানালেন রাকিতিচ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২০:৩৬
শেয়ার :
ফুটবলকে বিদায় জানালেন রাকিতিচ

ইভান রাকিতিচ।

বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিতিচ অবশেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন। আজ সোমবার, ৩৭ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

সর্বশেষ নিজ দেশের ক্লাব হায়দুক স্প্লিটের হয়ে খেলেছেন রাকিতিচ, এর আগে কিছুদিন ছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় রাকিতিচ লেখেন, ‘ফুটবল, তুমি আমাকে এমন কিছু দিয়েছ যা আমি কখনো কল্পনাও করিনি। তুমি আমাকে দিয়েছ জয়, পরাজয়, শিক্ষা আর আজীবনের বন্ধু। তুমি আমাকে দিয়েছ এক অনন্য পথ আর অসংখ্য গল্প। তুমি আমাকে উপহার দিয়েছ এক সুন্দর পরিবার ও স্মৃতি, যা আমি চিরকাল হৃদয়ে ধারণ করব।’

তিনি আরও লেখেন, ‘এখন সময় এসেছে তোমাকে উপভোগ করার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে— একই আবেগে, কৃতজ্ঞ হৃদয়ে, গ্যালারি থেকে, অফিস থেকে, ঘর থেকে কিংবা জীবনের যেখানে যাই।’

রাকিতিচের জন্ম সুইজারল্যান্ডে, তবে পিতামাতা ছিলেন ক্রোয়েশিয়ান। সুইজারল্যান্ডের এফসি বাসেলে প্রথম খেলেন তিনি। এরপর ২০০৭ সালে পাড়ি জমান জার্মান ক্লাব শালকে ০৪-এ।

২০১১ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে — এখানেই প্রথমবার দেখা হয় তার ভবিষ্যৎ স্ত্রীর সঙ্গে। এরপর বার্সেলোনায় কাটান ৬টি সফল বছর, তারপর আবার ফিরে যান সেভিয়াতে।

বার্সেলোনায় অর্জন:

১৩টি শিরোপা, এর মধ্যে—

৪টি লা লিগা

৪টি কোপা দেল রে

১টি চ্যাম্পিয়নস লিগ

সেভিয়াতে অর্জন:

২টি ইউরোপা লিগ শিরোপা

 জাতীয় দলের হয়ে:

১০৬টি ম্যাচ খেলেছেন

২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন ফ্রান্সের বিপক্ষে, যেখানে ক্রোয়েশিয়া রানার্সআপ হয়। ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

এক অনন্য ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে রাকিতিচ তার ফুটবল জীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানলেন।