জুন মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় যারা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২০:২৭
শেয়ার :
জুন মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় যারা

আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকান তারকা এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা এবং শ্রীলংকার নির্ভরযোগ্য ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনজনই জুনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন।

এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা): বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন মার্করাম। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে খেলেন দুর্দান্ত ১৩৬ রানের ম্যাচ জয়ের ইনিংস। বল হাতে তুলে নেন স্টিভেন স্মিথ ও জশ হ্যাজলউডের গুরুত্বপূর্ণ উইকেট। চাপে থাকা অবস্থায় টেম্বা বাভুমার সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, যা দলের জয়ের ভিত গড়ে দেয়।

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে উজ্জ্বল ছিলেন রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ৪ উইকেট, যার মধ্যে দ্রুত সময়ে তুলে নেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচজুড়ে মোট ৯ উইকেট শিকার করে প্রমাণ করেন কেন তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার।

পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা): বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন নিশাঙ্কা। প্রথম টেস্টে গলেতে খেলেন ক্যারিয়ারসেরা ১৮৭ রানের ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে চাপের সময় করেন কার্যকর ২৪ রান। দ্বিতীয় টেস্টে ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা শ্রীলঙ্কার জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ছিলেন তিনি।

এই তিনজনের মধ্যে থেকে আইসিসি জুন মাসের বর্ষসেরা খেলোয়াড় বেছে নেওয়া হবে ভক্ত ও বিশেষজ্ঞদের ভোটে।