এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ
প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৮ নারী এশিয়া কাপে খেলছে বাংলাদেশ হকি দল। আর প্রথমবারেই চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সুপার ফোরে। আজ সোমবার গ্রুপপর্বের শেষ ম্যাচে হংকংকে ৩–০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মেয়েরা।
চীনের দাজহুতে অনুষ্ঠিত এ গ্রুপের ম্যাচে প্রথম দুই কোয়ার্টারে জমে থাকা লড়াইয়ে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে তৃতীয় কোয়ার্টারে খেলায় ছন্দ আনেন কনা, ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন ১–০ ব্যবধানে। এরপর রিয়া ব্যবধান বাড়ান আরও এক ফিল্ড গোলে।
শেষ কোয়ার্টারে হংকং খেলায় ফিরতে মরিয়া হলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল নির্ভার। বরং ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে নিশ্চিত করে দলের জয়। আম্পায়ারের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে বাংলাদেশ দল উদ্যাপনে মাতল সুপার ফোর নিশ্চিত হওয়ার আনন্দে।
গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে জাপানের কাছে ১১–০ গোলে হারলেও ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে হারায় ৩–০ ব্যবধানে। হংকংয়ের বিপক্ষে একই ব্যবধানের জয় এনে দেয় তাদের গ্রুপে দ্বিতীয় স্থান এবং সুপার ফোরের টিকিট।
দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে গঠিত হবে সুপার ফোর। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে, বাকি দুই দল লড়বে তৃতীয় স্থানের জন্য।