আইসিসির নতুন সিইও সঞ্জোগ গুপ্তা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জোগ গুপ্তা। সোমবার তাকে এই দায়িত্ব দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মিডিয়া, বিনোদন এবং ক্রীড়াবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সুনাম কুড়ানো ভারতীয় বংশোদ্ভূত এই ক্রীড়া প্রশাসক আইসিসির সপ্তম সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
সঞ্জোগ বর্তমানে জিওস্টার-এর ‘স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্স’ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি স্টার ইন্ডিয়ার কনটেন্ট, প্রোগ্রামিং ও স্ট্র্যাটেজি বিভাগে কাজ করেন। ২০২০ সালে দায়িত্ব নেন স্টার স্পোর্টসের প্রধান হিসেবে। তার নেতৃত্বেই ভারতে বহু ভাষায় খেলা সম্প্রচার, ডিজিটাল মাধ্যমে সরাসরি ম্যাচ দেখানোর প্রসার এবং নারী ক্রীড়ার ওপর গুরুত্ব বাড়ে।
২০২৪ সালে ডিজনি-স্টার একীভূত হয়ে গঠিত হয় জিওস্টার, যেখানে সিইও হিসেবে দায়িত্ব নেন সঞ্জোগ। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ সঞ্জোগের নিয়োগের ব্যাপারে বলেন, ‘সঞ্জোগ গুপ্তাকে সিইও হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। ক্রীড়া নীতি ও বাণিজ্য নিয়ে তার অভিজ্ঞতা অসাধারণ। বিশ্ব ক্রীড়ায় তার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব আইসিসির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।’
নতুন দায়িত্ব পেয়ে সঞ্জোগ গুপ্তা বলেন, ‘এমন সময়ে আইসিসিতে যোগ দিতে পারা সম্মানের। ক্রিকেটের প্রতি আগ্রহ এখন তুঙ্গে, বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি ভক্ত। এই খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে আইসিসির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জিওফ এলারডাইস, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন এবং এর আগে আইসিসির ক্রিকেট বিভাগের ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।