এশিয়ান কাপে বাংলাদেশসহ কোন ১২ দল, তাদের র‌্যাঙ্কিং কত

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
এশিয়ান কাপে বাংলাদেশসহ কোন ১২ দল, তাদের র‌্যাঙ্কিং কত

অস্ট্রেলিয়ার আয়োজনে ২০২৬ সালের এশিয়ান কাপ খেলবে ১২টি দল। এশিয়ান কাপ বাছাই ও আগে থেকেই নির্ধারিত ৪টি স্থানসহ টুর্নামেন্টে নিশ্চিত হয়েছে ১১টি দল। বাকি একটি দল নিশ্চিত হবে ‘এ’ গ্রুপের ম্যাচ শেষে। 

এশিয়ান কাপের আয়োজক হিসেবে নিয়ম অনুযায়ীই থাকছে অস্ট্রেলিয়া। আর ২০২২ সালের আসরে সেরা তিন স্থানে থাকার কারণে সরাসরি জায়গা পেয়েছে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া। বাকি ৮টি দল এশিয়ান কাপ বাছাইয়ের ৮ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে খেলবে। এরই মধ্যে ৭টি গ্রুপের খেলা নিশ্চিত হয়েছে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ। যদিও বাকি ১০ দলই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত। র‌্যাঙ্কিংয়ে তারা ৭০ নম্বরে আছে। ১০ম বারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছে তারা। ‘ডি’ গ্রুপে সব ম্যাচ জিতে এশিয়ান কাপে যাচ্ছে চীনা তাইপে। তাদের র‌্যাঙ্কিং ৪২। ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়া ভিয়েতনামের র‌্যাঙ্কিং ৩৭। 

‘এফ’ গ্রুপে নাটকীয়ভাবে নেপালকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান কাপ নিশ্চিত করেছে উজবেকিস্তান। এই দলটি ৫১ নম্বর র‌্যাঙ্কিংয়ের। আর আট নম্বর গ্রুপ অর্থাৎ ‘এইচ’ গ্রুপে সব ম্যাচ জিতে এশিয়ান কাপ নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৯ নম্বরে। 

‘এ’ গ্রুপের খেলা এখনো শেষ হয়নি। ১৯ জুলাই যা শেষ হবে। গ্রুপটিতে আছে ভুটান, সিঙ্গাপুর, ইরান, জর্দান ও লেবানন। এই গ্রুপের চ্যাম্পিয়নরা ১২তম দল হিসেবে এশিয়ান কাপ খেলবে। 

এশিয়ান কাপে যে ১১ দলের জায়গা নিশ্চিত

অস্ট্রেলিয়া (১৫), চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), জাপান (৭), বাংলাদেশ (১২৮), ফিলিপাইন (৪১), ভিয়েতনাম (৩৭), ভারত (৭০), চীনা তাইপে (৪২), উত্তর কোরিয়া (৯) ও উজবেকিস্তান (৫১)।