এজবাস্টনে ভারতের ইতিহাস গড়া জয়ে যে ৭ কীর্তি রচিত হলো
এজবাস্টনে ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে ভারত। টেস্ট ইতিহাসে এই প্রথম ভেন্যুটিতে ইংল্যান্ডকে হারাল ভারত। এর আগের ৮ বারের অভিযানে ৭ বারই দেখতে হয়েছে হার, একবার ড্র। দারুণ এই জয়ে ৩টি বড় কীর্তি গড়েছে শুভমান গিলের ভারত।
১) ৩৩৬ রানে জয় রানের বিচারে ঘরের বাইরে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৯ সালে নর্থ সাউন্ডে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩১৮ রানের জয় পেয়েছিল ভারত।
ঘরের বাইরে ভারতের বড় জয় (রানের বিচারে):
-৩৩৬ বনাম ইংল্যান্ড, বার্মিংহাম ২০২৫
-৩১৮ বনাম উইন্ডিজ, নর্থ সাউন্ড ২০১৯
-৩০৪ বনাম শ্রীলংকা, গলে ২০১৭
২৯৫ বনাম অস্ট্রেলিয়া, পার্থ ২০২৪
২৭৯ বনাম ইংল্যান্ড, লিডস ১৯৮৬
২)এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পেয়েছেন আকাশ দীপ। এই মাঠে যা কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে ১৮৭ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। এর আগের রেকর্ডটি চেতন শর্মার। ১৯৮৬ সালে ১৮৮ রানের বিনিময়ে ১০ উইকেট পেয়েছিলেন তিনি।
৩)ভারত তথা এশিয়ার প্রথম অধিনায়ক শুভমান গিল, যিনি এজবাস্টনে টেস্ট জিতিয়েছেন। এই অর্জন ঝুলিতে নেই মনসুর আলী খান পতৌদি, অজিত ওয়াদেকার, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি কিংবা জাসপ্রিত বুমরাহর মতো অধিনায়কদের।
৪)ঘরের বাইরে সর্বকনিষ্ঠ হিসেবে টেস্ট জেতা ভারতীয় অধিনায়ক এখন শুভমান গিল। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক ওপেনার সুনীল গাভাস্কারকে। ২৫ বছর ৩০১তম দিনে এই কীর্তি গড়েছেন শুভমান আর গাভাস্কারের এই অর্জনের জন্য বয়স হয়েছিল ২৬ বছর ২০২ দিন। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতিয়েছিলেন গাভাস্কার।
৫) এজবাস্টন টেস্টে ৪৩০ রান করেছেন শুভমান গিল। এক টেস্টে সর্বাধিক রান করা ভারতীয়দের তালিকায় সুনীল গাভাস্কারকে পিছনে ফেলে দিয়েছেন শুভমান।
৬) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৮৯ এবং ৬৯ রানে অপরাজিত ছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০০ রান করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মালিক জাদেজা।
৭) দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারত এক টেস্ট ম্যাচে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিলের দল মোট ১০১৪ রান করেছে। ভারতের আগে মাত্র ৫টি দল তা করতে পেরেছিল।