দারুণ জয়ে উইম্বলডনের শেষ আটে আলকারাস, সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১০:৪৩
শেয়ার :
দারুণ জয়ে উইম্বলডনের শেষ আটে আলকারাস, সাবালেঙ্কা

উইম্বলডনের পুরুষ এককে গত রাতে প্রথম সেট হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাস। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে পারলেন না রাশিয়ান টেনিস তারকা আন্দ্রেই রুবলেভ। ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছেন আলকারাস। এর মাধ্যমে চলে গেছেন টুর্নামেন্টের শেষ আটেও। দাপুটে জয়ে শেষ আট নিশ্চিত করেছেন শীর্ষ নারী বাছাই আরিনা সাবালেঙ্কাও। 

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে আলকারাজের সঙ্গে তুমুল লড়াই হয় রুবলেভের। টাইব্রেকারে যাওয়া সেটটি শেষ পর্যন্ত ৭–৬ (৭/৫) গেমে জিতে নেন রাশিয়ান তারকা। তবে শেষ তিন সেটে আলকারাসের সঙ্গে আর পেরে ওঠেননি ১৪ নম্বর এই বাছাই। 

পরের তিন সেট ৬–৩, ৬–৪ এবং ৬–৪ গেমে জেতেন আলকারাস। আগামীকাল কোয়ার্টার ফাইনালে আলাকারাসের প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নোরি। চতুর্থ রাউন্ডের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নোরি চিলির নিকোলাস জারিকে হারিয়েছেন ৩–২ সেটে।

সাবালেঙ্কা গতকাল হারিয়েছেন বেলজিয়ামের এলিস মের্তেন্সকে। ২৪তম বাছাই মের্তেন্স প্রথম সেটে অসহায় আত্মসর্ম্পণ করেন ৬–৪ গেমে। দ্বিতীয় সেটে অবশ্য ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে পেরে ওঠেননি। হেরেছেন ৭–৬ (৭/৪) গেমে। আগামীকাল শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ জার্মানির লরা সিগামুন্ড।