অধিনায়কত্ব পেয়েই ২৫৪, টেস্ট ইতিহাসে মুল্ডারই সবার ওপরে

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ০৯:৩৭
শেয়ার :
অধিনায়কত্ব পেয়েই ২৫৪, টেস্ট ইতিহাসে মুল্ডারই সবার ওপরে

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ছিলেন না আগে থেকেই। পরে ছিটকে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক কেশাভ মহারাজও। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাধ্য হয়ে এই দায়িত্ব দেওয়া হয় অলরাউন্ডার উইয়ান মুল্ডারের হাতে। আর অধিনায়কত্ব পেয়েই অবিশ্বাস্য কীর্তি গড়লেন মুল্ডার। 

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথমদিনে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ৪৬৫ রান। এর মধ্যে একাই অপরাজিত ২৬৪ রান মুল্ডারের। ২৫৯ বলে তিন ছক্কা ও ৩৪ চারে ২৬৪ রানে ব্যাট করছেন তিনি। অপরপাশে ১৫ রানে অপরাজিত ডেওয়াল্ড ব্রেভিস। 

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে অধিনায়ক হয়েই ডাবল সেঞ্চুরি করেছেন তিনজন ব্যাটার। তবে আড়াই শ স্পর্শ করা প্রথম ব্যাটার মুল্ডার। ২৬৪ রানের ইনিংসের মধ্যে ১৫৪ রানই বাউন্ডারি থেকে করেছেন তিনি। টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে কোনো ইনিংসে বাউন্ডারি থেকে তার চেয়ে বেশি রান করেছেন কেবল গ্রায়েম পোলক। ১৯৭০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭০ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি থেকে তিনি করেছিলেন ১৭২ রান।

টেস্টের প্রথম দিনে এই নিয়ে মোট ৫টি ডাবল সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। আগের চারটির মালিকই অবশ্য ওপেনাররা। এর মধ্যে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন গ্রায়েম স্মিথ, বাংলাদেশের বিপক্ষে। অপর দুইটির মধ্যে একটি পাকিস্তানের বিপক্ষে হার্শেল গিবসের ও অপরটি এই জিম্বাবুয়ের বিপক্ষে গ্যারি কারস্টেনের। 

দিনশেষে রানের পাহাড় গড়লেও শুরুটা একদমই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ২৪ রানের মধ্যেই দুই ওপেনার টনি ডি জর্জি ও লেসেগো সেনোকওয়েনকে হারায় তারা। তৃতীয় উইকেটে ডেভিড বেডিংহ্যামের সঙ্গে ১৮৪ রানের জুটি গড়েন মুল্ডার। ১০১ বলে ৮২ রান করে আউট হন বেডিংহ্যাম। চতুর্থ ইনিংসে লুহান-ড্রে প্রিটোরিয়াসের সঙ্গে আবার গড়েন ২১৭ রানের জুটি। যেখানে প্রিটোরিয়াসের অবদান ৮৭ বলে ৭৮ রান। এরপরই ব্রেভিসকে সঙ্গী করেন মুল্ডার।