শুভমান আর আকাশ-সিরাজের হাত ধরে ঘুচল ভারতের এজবাস্টন অভিশাপ
বার্মিংহামে প্রথম টেস্টে হারার পর এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া ছিল ভারত। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সেটি জিতেও নিল গৌতম গম্ভীরের শিষ্যরা। তাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। গড়েছেন অজস্র রেকর্ড।
দলের এক নম্বর পেসার জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতি টের পেতে দেননি মোহাম্মদ সিরাজ-আকাশ দীপরা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও এক উইকেট নেন সিরাজ। আর প্রথম উইকেটে ৪ উইকেট পাওয়া আকাশ দীপ তো দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে ১০ উইকেটই তুলে নেন।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ৪০৭ রানেই থামে ইংল্যান্ডের পথচলা। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে লক্ষ্য দাঁড়ায় পর্বতপ্রমাণ ৬০৮ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ৭২ রান তুলতে শেষ বিকেলে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। টেস্ট বাঁচিয়ে রাখতে শেষদিন ৭ উইকেট ধরে রাখতে হতো ইংল্যান্ডকে। তবে আকাশের বোলিং দাপটে সেটি করতে পারেনি স্বাগতিকরা। ২৭১ রান তুলতেই হারিয়েছে সব কয়টি উইকেট। ভারত জয় দেখেছে ৩৩৬ রানে।
পঞ্চম দিনের শুরুতে অবশ্য কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিল ভারত। কারণ, এজবাস্টনে নেমেছিল ঝুম বৃষ্টি। কখন যে খেলা শুরু হবে সেটি নিয়েও ছিল অনিশ্চয়তা। এদিন প্রায় ১০০ মিনিটের মতো সময় গেছে বৃষ্টির পেটে। তবে বাকি সময়েই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত।
এর আগে, এজবাস্টনে ৮ ম্যাচ খেলে কখনো জয় পায়নি ভারত। ৭টি হারের সঙ্গে ছিল ১টি ড্র। সেই অভিশাপ মোচন হলো গতকাল, শুভমান গিলের হাত ধরে। দুই ইনিংসে রেকর্ড ৪৩০ রান করে ম্যাচসেরা হয়েছেন তো তিনিই।