চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
দ্বিতীয় কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়ার ও তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি। সদ্যজাত শিশুর নাম মেল। ব্রাজিল সুপারস্টার নেইমার এখন চার সন্তানের বাবা।
এর আগে ২০১১ সালে প্রথম সন্তানের বাবা হন নেইমার। তার ছেলে ডেভি লুক্কা ২০১১ সালে প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাসের ঘরে জন্মগ্রহণ করেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের মাভি নামে আরও একটি কন্যা রয়েছে। যার মা’ও বিয়ানকার্দি। তবে নেইমারের তৃতীয় সন্তানের জন্ম আমান্ডা কিম্বার্লির ঘরে।
ব্রাজিলিয়ান সময় ৫ জুলাই ভোরে জন্মগ্রহণ করেছে মেল। নবজাতক কন্যার সঙ্গে নেইমারসহ প্রথম ছবি শেয়ার করেছেন বিয়ানকার্দি। ইনস্টগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনকে আরও পূর্ণ এবং মধুর করার জন্য আমাদের মেল এসেছে! স্বাগতম, কন্যা! ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করুন এবং তোমাকে সমস্ত মন্দ থেকে মুক্ত করুন! আমরা তোমার সঙ্গে এই নতুন অধ্যায়টি কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমাকে ভালোবাসি!’
বিয়ানকার্দির সেই পোস্টে অভিনন্দন বার্তার বন্যা বয়ে গেছে। বাবাকেও পাশে পাচ্ছে সদ্যজাত মেল। কারণ ইউরোপিয়ান অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। বছরের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তার।