যে কারণে রাত আড়াইটায় হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হবে নারী দলকে
দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন ঋতুপর্ণা চাকমা-আফেইদা খন্দকাররা। দারুণ এই অর্জনের পর তাদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে। গতকাল রাত ১২টা ১০ মিনিটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাফুফে।
আজ সন্ধ্যা সাতটার দিকে মিয়ানমার থেকে দেশের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ নারী দল। রাত ৯টায় ব্যাংককে ট্রানজিট শেষে সেখান থেকে রাত ১২টায় ঢাকার উদ্দেশে বিমানে ওঠার কথা শামসুন্নাহার-মনিকা চাকমাদের। আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রাত দেড়টায়। বিমানবন্দর থেকেই হাতিরঝিলে নেওয়া হবে তাদের।
মূলত, সোমবার খুব সকালে ঋতুপর্ণা ও মনিকা চাকমার ভুটানের লিগ খেলতে রওনা হওয়ার কথা। থিম্পু যেতে হবে তাদের। এ কারণেই গভীর রাতে তারা ঢাকা থাকতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
নারী এশিয়ান কাপ বাছাইয়ে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দেন আফেইদারা। পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন তারা।