উইম্বলডনে শততম জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ, নাচলেন মেয়ের সঙ্গে

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১৪:২১
শেয়ার :
উইম্বলডনে শততম জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ, নাচলেন মেয়ের সঙ্গে

ফরাসি ওপেনে শততম জয়ের কীর্তি আগেই গড়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এবার উইম্বলডনেও এক শ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন তিনি। উইম্বলডনে স্বদেশীয় মিয়োমির কেমানোভিচকে সরাসরি সেটে হারিয়ে এই কীর্তি গড়লেন তিনি। 

এই জয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছেন জোকোভিচ। ৬-৩, ৬-০, ৬-৪ সেটে ম্যাচ জিতে নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক। ম্যাচ জিততে ১ ঘণ্টা ৪৭ মিনিট সময় নিয়েছেন ৩৮ বছরের এই তারকা। 

মাইলফলক জয়ের পর গ্যালারিতে উচ্ছ্বাসে মাতেন জোকোভিচ কন্যা। সাত বছরের মেয়ে নাচতে থাকে বাবার আনন্দে। সেটি দেখে ভাষণ থামিয়ে জোকোভিচও সঙ্গ দিলেন মেয়েকে। মেয়ের হাতের মুদ্রা অনুকরণ করেছেন হাসিমুখে। তাদের উচ্ছ্বাসে মাতেন উইম্বলডনের দর্শকরাও। 

ফরাসি ওপেন ও উইম্বলডনের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনেও শততম জয়ের দ্বারপ্রান্তে আছেন জোকোভিচ। আর একটি ম্যাচে জিতলে তিনটি গ্র্যান্ড স্লামেই শততম ম্যাচ জেতার কীর্তি গড়বেন তিনি। ইউএস ওপেনেও এই কীর্তি গড়ার হাতছানি আছে সার্বিয়ান এই তারকার। ইউএস ওপেনে তার জয়ের সংখ্যা ৯০।

উইম্বলডনে জোকোভিচের আগে ১০০টি ম্যাচ জিতেছেন কেবল সুইস তারকা রজার ফেদেরার ও নারী তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। সেই তালিকায় তৃতীয় হিসেবে এবার নাম লেখালেন জোকোভিচ।