ক্লাব বিশ্বকাপ /

জার্মানির দুই ক্লাবকে হারিয়ে সেমিতে মুখোমুখি পিএসজি-রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১২:৪৩
শেয়ার :
জার্মানির দুই ক্লাবকে হারিয়ে সেমিতে মুখোমুখি পিএসজি-রিয়াল

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতকাল শনিবার রাতের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ওই ম্যাচে ৯ জন নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পিএসজি। পরের ম্যাচে আরেক জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুই জার্মান ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে লড়বে রিয়াল ও পিএসজি। 

রাতের প্রথম ম্যাচে বায়ার্নের বিপক্ষে পিএসজির জয় এসেছে ২-০ গোলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ৭৮ মিনিটে গোল করেন দেজিরে দুয়ে। এরপর যোগ করা সময়ের ছয় মিনিটে শেষ গোলটি ওসমান দেম্বেলের।  

নির্ধারিত সময়ের শেষ ৮ মিনিট ৯ জন নিয়ে খেলেছে পিএসজি। ৮২ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্তেকাকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো। আর যোগ করা সময়ের ২ মিনিটে আরেক ডিফেন্ডার লুকাস হার্নান্দেজও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তিনি বায়ার্নের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে কনুই মেরেছিলেন। 

বায়ার্ন ক্লাব বিশ্বকাপ থেকে তো বিদায় নিয়েছেই, চোট পেয়েছেন দলটির অন্যতম বড় তারকা জামাল মুসিয়ালা। পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। 

রাতের পরের ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের জয় এসেছে ৩-২ গোলে। নাটকীয় এই ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল ২-০ গোলে। ১০ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। ২০তম মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্রান গার্সিয়া।

তবে নির্ধারিত সময়ের পর যোগ করা এক মিনিটের পর ঘটে নাটকীয় ঘটনা। ৯২ মিনিটে এক গোল শোধ করে বরুসিয়া ডর্টমুন্ড। এরপর ৯৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান ৩-১ করে রিয়াল। ৯৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের দেয়ান হুইসেন। আর ৯৮ মিনিটে পেনাল্টিতে গোল ব্যবধান ৩-২ করে ডর্টমুন্ড। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ম্যাচের ব্যবধান।