গণতন্ত্র উদ্ধারে মৌলিক সংস্কার অপরিহার্য
বদিউল আলম মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান সরকারের কাঠামো এখনও বিদ্যমান; এটি সময়োপযোগী নয়; এবং এতে মৌলিক সংস্কার আনা প্রয়োজন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জাতীয় সংস্কার কমিশন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী- সংসদের ৪০০ আসনের মধ্যে লটারির মাধ্যমে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য ১০০ আসন নির্ধারণ করা হবে। এই আসনে নির্বাচিত নারীরা সাধারণ আসনের সংসদ সদস্যদের মতোই দায়িত্ব ও ভূমিকা পালন করবেন।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
এ সময় ভারতের লোকসভা নির্বাচন ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানেও ধাপে ধাপে নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। প্রথম দফায় ১০০ আসনে, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০০টি করে আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যেখানে পুরুষের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করে নির্বাচিত হতে হবে।
তিনি উল্লেখ করেন, এ প্রস্তাবগুলোর অনেক বিষয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য তৈরি হয়নি। ফলে জাতীয় সনদের বাস্তবায়নে সংস্কার কমিশন মনে করে যে, কিছু মৌলিক সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে।