হৃদয়-জাকেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের দ্বিশতক

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৭:৫৭
শেয়ার :
হৃদয়-জাকেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের দ্বিশতক

ওপেনার পারভেজ হোসেন ইমন দুরন্ত ব্যাটিংয়ে ফিফটি হাঁকালেও টপ অর্ডারের বাকিরা ছিলেন ব্যর্থ। তবে ষষ্ঠ উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। তাতে ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দুই শ রান করেছে বাংলাদেশ। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পরে ব্যাট করে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই তানজিদকে হারিয়ে কিছুটা পথ হারায় টাইগাররা। আসিথা ফার্নান্দোর দারুণ এক নাকলবলে উইকেটে কুশল মেন্ডিসের কাছে ক্যাচ তুলে দেন তানজিদ (১১ বলে ৭*)। 

দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ইমন। যেখানে শান্তর অবদান মাত্র ১৪ রান (১৯ বলে)। পার্ট টাইম স্পিনার চারিথ আসালঙ্কার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। দুরন্ত ব্যাটিং করা পারভেজ ইমন দলীয় ১১০ রানে ফেরেন তৃতীয় ব্যাটার হিসেবে। ৪৬ বলে ফিফটি হাঁকানো ইমন ৬৯ বলে ৬৭ রান করে আউট হয়েছেন। নিজের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ইমনের এটি প্রথম ফিফটি। বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচ নম্বরে নামা মিরাজও। ১০ বলে ৯ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। 

ছয় নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারি দারুণ শুরু করেছিলেন। তবে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ২২ রানেই শেষ হয় এই ইনিংস। এরপরই জুটি গড়েন চারে নামা হৃদয় ও সাত নম্বরে নামা জাকের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে ব্যাট করছে বাংলাদেশ। হৃদয় ৬১ বলে ৪৩ রানে ও জাকের ৩৬ বলে ২২ রানে অপরাজিত আছেন।