জোটার শেষকৃত্যে যে ফুটবলাররা উপস্থিত হলেন

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১৭:৪৭
শেয়ার :
জোটার শেষকৃত্যে যে ফুটবলাররা উপস্থিত হলেন

দুইদিন আগেই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন পর্তুগিজ ফুটবলার দিওগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। আজ তাদের ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার ও বন্ধুরা। এছাড়াও তার প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের ও পর্তুগাল জাতীয় দলের কিছু খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। 

আজ শনিবার পর্তুগিজ শহর গন্ডোমারের ইগ্রেজা মাতৃজ গির্জায় অনুষ্ঠিত হয় এই শেষকৃত্য। এখানেই বাড়ি ছিল জোটার। পর্তুগালের জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ এবং পর্তুগিজ ফুটবলার ও ম্যানচেস্টার সিটির বার্নান্দো সিলভা ও রুবেন দিয়াস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস উপস্থিত ছিলেন।

লিভারপুল ক্লাবের অধিনায়ক ভার্জিল ফন ডাইক হাজির হয়েছিলেন কালো পোশাকে। তার হাতে ছিল ২০ নম্বর ফুটবল জার্সির আকারে লাল ফুলের তোরা। তার সতীর্থ আন্দ্রে রবার্টসন একইরকম ফুলের তোড়া নিয়ে হাজির হন। সেখানে অঙ্কিত ছিল ‘২০’ নম্বর। জোটার ভাই আন্দ্রে সিলভা পর্তুগিজ ক্লাব পেনাফিয়েলে এই নম্বর পরতেন। 

মৃত্যুর সময় জোতার বয়স হয় ২৮ আর তার ভাই আন্দ্রের ২৫। গত বৃহস্পতিবার স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় নিহত হন তারা। জানা গেছে, দুই ভাই উত্তর স্পেন থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য একটি ফেরি ধরতে যাচ্ছিলেন। গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে লিভারপুলে ফিরে যাওয়ার কথা ছিল জোটার।