ইমনের দুরন্ত ফিফটিতে শতক পার বাংলাদেশের
আগের ম্যাচে ফিফটি হাঁকানো তানজিদ হাসান তামিমের দ্রুত বিদায় হলেও শুরু থেকেই দারুণ ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন। চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিও। মাঝে নাজমুল হোসেন শান্তকেও হারায় টাইগাররা। তাতে দুই উইকেট হারিয়ে দলীয় শতক পার করে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পরে ব্যাট করে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই তানজিদকে হারিয়ে কিছুটা পথ হারায় টাইগাররা। আসিথা ফার্নান্দোর দারুণ এক নাকলবলে উইকেটে কুশল মেন্ডিসের কাছে ক্যাচ তুলে দেন তানজিদ (১১ বলে ৭*)।
দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ইমন। যেখানে শান্তর অবদান মাত্র ১৪ রান (১৯ বলে)। পার্ট টাইম স্পিনার চারিথ আসালঙ্কার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। পরে উইকেটে নামেন তাওহিদ হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৬ বলে ফিফটি হাঁকানো ইমন ৬৯ বলে ৬৭ রান করে আউট হয়েছেন। নিজের ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মিরাজ। আরেক পাশে হৃদয় অপরাজিত ১০ রানে।