উইম্বলডন /
চতুর্থ রাউন্ডে আলকারাজ, বিদায় কিজ-ওসাকার
টানা তৃতীয় উইম্বলডন শিরোপার পথে এগিয়ে চলেছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। শুক্রবার তৃতীয় রাউন্ডে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রাফকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন দ্বিতীয় বাছাই এই স্প্যানিয়ার্ড।
১২টি ব্রেক পয়েন্টের মধ্যে ৫টি কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন ২২ বছর বয়সী আলকারাজ। বিশেষ করে দ্বিতীয় সার্ভ রিটার্নে দারুণ সাফল্য পান তিনি, ৫৫টির মধ্যে ৩৪টি পয়েন্ট জিতে নেন এই বিভাগে।
চতুর্থ রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হতে যাচ্ছেন ১৪ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভ, যিনি এদিন আদ্রিয়ান মানারিনোকে ৭-৫, ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন।
পঞ্চম বাছাই আমেরিকান টেলর ফ্রিটজ ৬-৪, ৬-৩, ৬-৭ (৫), ৬-১ সেটে আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। তিনি এবার মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনের, যিনি লুসিয়ানো দারদেরিকে ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-৩ তে হারিয়েছেন।
নারী এককে উত্তেজনাপূর্ণ ম্যাচে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা হারিয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুকে ৭-৬ (৬), ৬-৪ সেটে। দ্বিতীয় সেটে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ গেম জিতে ম্যাচ জেতেন ২৭ বছর বয়সী বেলারুশিয়ান তারকা।
তবে দিনটি হতাশাজনক ছিল অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ ও সাবেক এক নম্বর তারকা নাওমি ওসাকার জন্য। ৩৭ বছর বয়সী জার্মান লরা সিগেমুন্ডের কাছে ৬-৩, ৬-৩ সেটে হেরে যান কিজ। অন্যদিকে, ওসাকা এক সেটে এগিয়ে থেকেও ৩-৬, ৬-৪, ৬-৪ সেটে হেরে যান রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভার কাছে।