রাইন্ডার্সের শূন্যতা পূরণে এসি মিলানে রিচ্চি
ম্যানচেস্টার সিটিতে তিজানি রাইন্ডার্সের যোগ দেওয়ার পর মাঝমাঠে ঘাটতি দেখা দেয় এসি মিলানের। সেই শূন্যতা পূরণে এবার তারা আস্থা রেখেছে তরুণ ইতালিয়ান মিডফিল্ডার সামুয়েলে রিচ্চির ওপর। তোরিনো থেকে ২৩ বছর বয়সী এই খেলোয়াড়কে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে রোসোনেরিরা।
চুক্তির অর্থমূল্য আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে, মূল ট্রান্সফার ফি প্রায় ২ কোটি ৩০ লাখ ইউরো। সঙ্গে বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাস মিলিয়ে এই অঙ্ক আরও ১৫ লাখ ইউরো পর্যন্ত বাড়তে পারে।
মাত্র ১০ বছর বয়সে এম্পোলির একাডেমিতে পা রেখেছিলেন রিচ্চি। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবলার হওয়ার যাত্রা। ২০১৯ সালে এম্পোলির হয়ে প্রথমবার মাঠে নামেন সিনিয়র লেভেলে। এরপর ২০২২ সালে ধারে তোরিনোতে যোগ দিয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে স্থায়ী হন ক্লাবটিতে। তোরিনোর জার্সিতে ১১৩ ম্যাচ খেলে নজর কাড়েন মিলানের নজরদারির তালিকায়।
জাতীয় দলের জার্সিতেও রিচ্চি ইতোমধ্যে নিজের প্রভাব রাখার পথে। ২০২২ সালে ইতালি জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১০ ম্যাচে মাঠে নেমেছেন এই তরুণ মিডফিল্ডার।