কাবরেরার পদত্যাগ চাওয়া সেই শাহিনকে অব্যাহতি

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৬:৪৭
শেয়ার :
কাবরেরার পদত্যাগ চাওয়া সেই শাহিনকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। এবার তাকেই ন্যাশনাল টিমস কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে অব্যাহতি পান শাহীন। যদিও অব্যাহতির কোনো কারণ চিঠিতে উল্লেখ নেই। জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালই।

ন্যাশনাল টিমস তথা জাতীয় দল কমিটিতে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানসহ সদস্য সংখ্যা ছিল ১২ জন। শাহিনকে অব্যাহতি দেওয়ায় সেই সংখ্যা এখন ১১। ম্যাচ, টুর্নামেন্টের পরিকল্পনা, কোচিং স্টাফের মূল্যায়ন ও নিয়োগ নিয়ে কাজ করে জাতীয় দল কমিটি।

গত ১৪ জুন এক সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে শাহিন বলেছিলেন, ‘ন্যাশনাল টিমস কমিটির সদস্য হিসেবে আমি কাবরেরার পদত্যাগ চাচ্ছি। তাকে কোচ (পদ) থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই।’