রেকর্ডের মালা গেঁথে শুভমান গিলের ডাবল সেঞ্চুরি
অধিনায়কত্ব পেয়ে রানের ফুলকি ছড়াচ্ছেন ভারতের শুভমান গিল। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয়টিতে তো আদায় করলেন ডাবল সেঞ্চুরিই। তার এই সেঞ্চুরিতেই রানপাহাড়ে উঠেছে সফরকারী ভারত। ২১১ বলে দ্বিশতক স্পর্শ করা এই ইনিংসের মাধ্যমে অসংখ্য রেকর্ড গড়েছেন গিল।
২৫ বছর বয়সী গিল ডাবল সেঞ্চুরি করার পথে ২১টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২টি ছক্কা। ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক হলেন গিল। এছাড়া ইংল্যান্ডে কোনো টেস্ট ইনিংসে ভারতীয় অধিনায়কের করা সর্বোচ্চ রানের ইনিংসও এখন গিলের। তিনি ছাড়িয়ে গেছেন ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দিনের করা ১৭৯ রানের রেকর্ড।
বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসের ১২৫তম ওভারে টানা তিনটি চার হাঁকিয়ে ৩২৩ বলে ২২২ রানে পৌঁছান গিল। এর মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডও গড়ে ফেললেন তিনি। ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাস্কারের করা ২২১ রান পড়ে রইল দুইয়ে।
ভারতের হয়ে টেস্টে দ্বিশতক হাঁকানো ২৬তম ক্রিকেটার হলেন গিল। সবমিলিয়ে ভারতের হয়ে এটি টেস্টে ৫০তম ডাবল সেঞ্চুরির ঘটনা। ভারতের হয়ে সর্বোচ্চ সাতটি দুই শত রানের ইনিংস আছে কিছুদিন আগেই অবসর নেওয়া বিরাট কোহলির।
টেস্টে ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গিল। এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও মনসুর আলী খান পতৌদির। এছাড়া, টেস্ট ও ওয়ানডেতে, দুই সংস্করণেই ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় গিল। এর আগে এই কীর্তি গড়েছেন রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ।