জোটার মৃত্যুতে মর্মাহত রোনালদো /
‘জাতীয় দলে একসঙ্গে ছিলাম, তুমি বিয়ে করলে...’
আকস্মিক মৃত্যু হয়েছে লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিওগো জোটার। স্পেনের জামোরায় তার সঙ্গে তার ভাই আন্দ্রে সিলভাও একই দুর্ভাগ্য বরণ করেছেন। অথচ, কিছুদিন আগেই রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোটা। তিন সন্তানও আছে এই দম্পতির। তার আগে পর্তুগালের হয়ে খেলেছেন উয়েফা নেশনস লিগ। সবকিছু কেমন যেন অবিশ্বাস্য লাগছে জোটার পর্তুগিজ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘কিছুই বুঝে উঠতে পারছি না। কিছুদিন আগেই জাতীয় দলে একসঙ্গে ছিলাম, সম্প্রতি তুমি বিয়ে করলে...তোমার পরিবার, তোমার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার সমবেদনা জানাই এবং তারা শক্তি পাক, এই কামনা করি। আমি জানি তুমি সবসময় আমাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো ডিওগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’
জোটা-রোনালদো একসঙ্গে শেষ কবে খেলেছেন?
স্পেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ফাইনালে গত মাসের ৯ তারিখে পর্তুগালের হয়ে রোনালদো এবং জোটা সবশেষ একসঙ্গে খেলেছিলেন। ম্যাচের ১০৫তম মিনিটে মাঠে নেমেছিলেন জোটা। শেষ পর্যন্ত ওই ম্যাচটি জিতে শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল।
জাতীয় দলের হয়ে শিরোপা জেতার পাশাপাশি জোটা সবশেষ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগও জিতেছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ছয়টি গোল করেছিলেন এবং লিগে তিনটি অ্যাসিস্ট করেছিলেন। লিগ শিরোপা জয়ের পাশাপাশি, জোটা লিভারপুলের হয়ে লীগ কাপ এবং এফএ কাপও জিতেছিলেন।
জোটার মৃত্যুতে লিভারপুল তাদের বিবৃতিতে লিখেছে, ‘লিভারপুল ফুটবল ক্লাব ডিওগো জোতার মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। ডিওগো এবং আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব কর্মীদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে, কারণ তারা এই অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমরা তাদের পূর্ণ সমর্থন দেওয়া অবয় পেয়েছি।’