‘বুমরাহকে ভারতের না খেলানো মানে পর্তুগালের রোনালদোকে না খেলানো’
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে গেছে ভারত। যদিও ওই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। সিরিজে এবার ঘুরে দাঁড়াতে চায় ভারত। তবে এই ম্যাচে রাখা হয়নি বুমরাহকে। তারকা এই পেসারকে কেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাখা হয়নি তাতে বিস্ময় প্রকাশ করেছেন রবি শাস্ত্রী থেকে শুরু করে ডেল স্টেইন ও কুমার সাঙ্গাকারারা।
বুমরাহকে ভারতের ম্যাচে না খেলানোকে তো স্টেইন মনে করেন পর্তুগাল ফুটবল দলে ক্রিস্টিয়ানো রোনালদোকে না খেলানোর মতোই! বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরে পর্তুগাল ফুটবল দলকে একাই টেনে নিয়েছেন রোনালদো।
এক্সে স্টেইন লেখেন, ‘তাহলে বিষয়টি এমন হলো, পর্তুগালের কাছে বিশ্বের সেরা স্ট্রাইকার আছে এবং দলটি তাকে খেলানো হলো না। এটা পাগলামি। তেমনই ভারতের বুমরাহ আছে এবং তাকে না খেলানোর সিদ্ধান্ত হলো। উমম, ও...দাঁড়াও, ওহ, না, কী! স্যরি আমি বুঝতেছি না কিছু।’
যদিও বুমরাহকে ইংল্যান্ড সিরিজে ৩ ম্যাচই খেলানোর কথা। তার ওয়ার্কলোড বিবেচনায় এই পরামর্শ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। যেখানে তার সতীর্থরা তেমন সুবিধাই করতে পারছিলেন না।
এদিকে সাঙ্গাকারা বলেছেন, ‘সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হচ্ছে এবং কে এটা করে তা বোঝা বেশ আকর্ষণীয় একটা ব্যাপার? এটা কি খেলোয়াড়দের সঙ্গে পরামর্শের পর, নাকি ফিজিওদের সঙ্গে? এটা নির্ভর করে লর্ডস টেস্ট (সিরিজের তৃতীয় টেস্ট) সিরিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি না তার উপর? সিরিজটিতে (ভারত) ঝুঁকিতে আছে!’