হংকংকে হারিয়ে বাংলাদেশের শুরু
এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। চীনের দাঝুতে বৃহস্পতিবার পুল-এ’র প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন দ্বীন ইসলাম। এরপর ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জোড়া গোল করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এই তরুণ ফরোয়ার্ড।
৪৩তম মিনিটে অমিত হাসান পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করে হংকংয়ের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেন।
পুল-এ’তে বাংলাদেশ, হংকং ছাড়াও রয়েছে চীন, শ্রীলংকা ও পাকিস্তান। জয় দিয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।