২০৩৬ অলিম্পিক আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিল ভারত
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আগ্রহ প্রকাশ করল ভারত। মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে বৈঠকে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রতিনিধিরা এই প্রস্তাব জমা দেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গুজরাটের আহমেদাবাদ শহরকে।
আইওএ সভাপতি পিটি ঊষার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় ও গুজরাট সরকারের কর্মকর্তারা। অলিম্পিক আয়োজনের প্রক্রিয়া, অবকাঠামো এবং আন্তর্জাতিক মান বজায় রাখার শর্তগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছে ভারতীয় প্রতিনিধিরা।
ভারতের মাটিতে কখনও অলিম্পিকের আয়োজন হয়নি। তাই ২০৩৬ সালে এই বৈশ্বিক ক্রীড়াযজ্ঞ সফলভাবে আয়োজন করতে পারলে সেটি হবে দেশটির ক্রীড়াঙ্গনের এক ঐতিহাসিক অর্জন।
তবে ভারতের সামনে রয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং চিলিও ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। ফলে আয়োজক হিসেবে নির্বাচিত হতে হলে ভারতকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।
২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবং ২০৩২ সালের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সেই ধারাবাহিকতায় ২০৩৬-এর আয়োজন নিজেদের দেশে আনার জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতিতে নেমেছে ভারত।