উইম্বলডনে রেকর্ড অঘটন, টিকে রইলেন আলকারাজ-সাবালেঙ্কা
গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে অঘটনের নজির গড়েছে চলমান উইম্বলডন । প্রথম দুই দিনেই পুরুষ ও নারী এককে শীর্ষ দশের আটজন খেলোয়াড় বিদায় নিয়েছেন, যা ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড। ছেলেদের বিভাগে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। মেয়েদের বিভাগে বিদায় নিয়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা এবং ঝেং কিনওয়েন।
তবে দ্বিতীয় রাউন্ডে এসে এই তালিকায় নাম লেখাতে দেননি কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আলকারাজ দারুণ নৈপুণ্যে সহজ জয় তুলে নিয়েছেন। ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটেনের ৭৩৩ নম্বরে থাকা অলিভার টারভেটকে। ম্যাচটি শেষ করতে তার সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট।
ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘সবার আগে আমি অলিভারকে কৃতিত্ব দিতে চাই। ওর এটা ট্যুরের মাত্র দ্বিতীয় ম্যাচ, কিন্তু দুর্দান্ত খেলেছে। আমি জানতাম, ভালো খেলতে হবে, আর নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
এপ্রিলে বার্সেলোনা ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর থেকে এটি আলকারাজের টানা ২০তম জয়। এর মাঝে তিনি জিতেছেন রোম মাস্টার্স, ফ্রেঞ্চ ওপেন এবং কুইন্স ক্লাবের শিরোপা। ফ্রেঞ্চ ওপেন ফাইনালে দুই সেটে পিছিয়ে থেকেও ইয়ানিক সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
অন্যদিকে মেয়েদের বিভাগে দ্বিতীয় রাউন্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন সাবালেঙ্কা। বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই বেলারুশিয়ান সরাসরি সেটে জিতলেও ম্যাচে সহজ জয় আসেনি। চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার বিপক্ষে প্রথম সেট জিতেছেন টাইব্রেকারে ৭-৬ (৭/৪), দ্বিতীয় সেটে জয় ৬-৪ গেমে।
অঘটনের পর অঘটনে উত্তাল এই গ্র্যান্ড স্ল্যাম। তবে আলকারাজ ও সাবালেঙ্কার মতো শীর্ষ তারকারা এখনও টুর্নামেন্টে টিকে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।