সূর্যবংশীর ৯ ছক্কার ঝড়

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ০৯:২৭
শেয়ার :
সূর্যবংশীর ৯ ছক্কার ঝড়

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে আবারও নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে চলেছে তার তাণ্ডব, এবার সিরিজের তৃতীয় ম্যাচে খেলেছেন বিধ্বংসী ইনিংস — মাত্র ৩১ বলে ৮৬ রান, যেখানে ছিল ৯টি ছক্কা ও ৬টি চার।

বুধবার নর্দাম্পটনে এই ইনিংসটি ভারতের যুব ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ৮ ছক্কা করে যৌথভাবে রেকর্ড ধরে রেখেছিলেন মানদিপ সিং (২০০৯) ও রাজ বাওয়ার (২০২২)। তাদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন মাত্র ১৪ বছর বয়সী সূর্যবংশী।

মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি — ভারতের হয়ে যুব ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ফিফটি। রেকর্ডটি এখনও রিশভ পন্থের দখলে, যিনি ২০১৬ যুব বিশ্বকাপে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন নেপালের বিপক্ষে। যদিও সামগ্রিকভাবে দ্রুততম ফিফটির রেকর্ড ২০২৪ যুব বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩ বলে হাফসেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার স্টিভ স্টলকের।

এ দিন ২৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও, তৃতীয় ওভারে মর্গ্যানকে টানা দুই ছক্কা মেরে ঝড় শুরু করেন সূর্যবংশী। একই বোলারের পরের ওভারেও দুটি ছক্কা মারেন। এরপর জেমস মিন্টোর ওভারে তিনটি ছক্কা এবং অ্যালেকজান্ডার ওয়েডের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ইনিংস জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত অষ্টম ওভারে আউট হন এই বাঁহাতি ওপেনার।

সিরিজের আগের দুই ম্যাচেও ছিলেন দারুণ ফর্মে। প্রথম ম্যাচে করেছিলেন ১৯ বলে ৪৮ (৫ ছক্কা, ৩ চার), দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ (৩ ছক্কা, ৫ চার)।

এখন পর্যন্ত ছয় যুব ওয়ানডেতে তার মোট রান ২৫৬, স্ট্রাইক রেট ১৮৮.২৩ এবং ছক্কা ২২টি।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের সেঞ্চুরির পর আলোচনায় আসেন সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে সেই ইনিংসে ১১টি ছক্কা মেরেছিলেন। ৩৫ বলে করা সেই সেঞ্চুরি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম, আর ভারতীয়দের মধ্যে দ্রুততম। টি-টোয়েন্টিতে তিনিই প্রথম ১৮ বছরের নিচে কোনো ক্রিকেটার, যিনি সেঞ্চুরি করেছেন।

ইংল্যান্ড সফরেও নিজের প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন এই বিস্ময়বালক। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে তৃতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৪ উইকেটের জয়, আর পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।