র্যাঙ্কিংয়ে শুধু তাইজুলই উজ্জ্বল
শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আজ বুধবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে স্পষ্ট প্রতিফলন দেখা গেল এই ব্যর্থতার। একমাত্র ব্যতিক্রম হিসেবে আলো ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি এই টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট।
তাইজুল দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে সর্বোচ্চ ১৫ নম্বরে উঠে এসেছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশের টেস্ট দলে তিনিই শীর্ষ বোলার।
অন্যদিকে, উইকেটশূন্য থাকা মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে এখন ২৫ নম্বরে। অফ স্পিনার নাঈম হাসান কলম্বো টেস্টে ৩ উইকেট নিলেও অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, রয়েছেন ৪৩ নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়ে এখন তার সর্বোচ্চ – ৪৮৮।
দুই পেসারের মধ্যে ইবাদত হোসেন রয়েছেন আগের মতোই ৭৭ নম্বরে। আর নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে গিয়ে এখন ৮২ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশ দলে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে গেছেন ২৯ নম্বরে। সদ্য বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ পিছিয়ে এখন ৩৪ নম্বরে। মুমিনুল হক দুই ধাপ নেমে গেছেন ৫২ নম্বরে। সাদমান ইসলাম এবং মিরাজ যথাক্রমে ৫৪ ও ৫৫ নম্বরে রয়েছেন, তবে মিরাজ দুই ধাপ পিছিয়েছেন।
তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগে পিছিয়ে গেলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। সেখানে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে বুলাওয়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দারুণ উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার দুই অলরাউন্ডার উইয়ান মুল্ডার ও করবিন বশ। সেঞ্চুরি ও ইনিংসে ৪ উইকেট নেওয়া মুল্ডার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫ নম্বরে। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া বশ ৪২ ধাপ লাফিয়ে উঠে গেছেন ১৯ নম্বরে।
ব্যাটিংয়ে মুল্ডার ১৭ ধাপ এগিয়ে এখন ৫৬ নম্বরে এবং বশ ১৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে। বোলিংয়েও যথাক্রমে মুল্ডার ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে এবং বশ ৪৫ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন।
বর্তমানে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরা, আর ব্যাটিংয়ে শীর্ষে ইংল্যান্ডের জো রুট।