বিপিএল /

৫ বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব, দায়িত্বে বিদেশি ম্যানেজমেন্ট

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৬:০৪
শেয়ার :
৫ বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব, দায়িত্বে বিদেশি ম্যানেজমেন্ট

বিতর্ক ও সমালোচনার মধ্যে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের পর আসন্ন আসর নিয়ে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ধারার বিপরীতে এবার একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে টুর্নামেন্ট আয়োজনের পূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এই নতুন কাঠামোতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হবে পাঁচ বছরের জন্য স্বত্ব, যেখানে বিদেশি মালিকানারও সুযোগ থাকবে।

প্রায় ছয় ঘণ্টার দীর্ঘ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের দ্বাদশ আসরের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে পরবর্তী আসর।

তিনি বলেন, ‘বিপিএল নিয়ে গত আসরসহ আগের অনেক আসরেই সমালোচনা ছিল। তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইপিএল বা পিএসএলের মতো অভিজ্ঞ স্পোর্টস এজেন্সিকে দায়িত্ব দিয়ে টুর্নামেন্ট আয়োজন করব।

আগের চক্রে ফ্র্যাঞ্চাইজিগুলো তিন বছরের জন্য দল পরিচালনার অধিকার পেয়েছিল। এবার সেই মেয়াদ বাড়িয়ে পাঁচ বছরে উন্নীত করছে বিসিবি। পাশাপাশি নতুন একটি আর্থিক মডেল প্রণয়ন করা হবে যেখানে রেভিনিউ শেয়ারিংসহ অন্যান্য বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার বিপিএল কমিটিতে বোর্ডের বাইরে থেকে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইফতেখার জানান, ‘বিপিএলকে সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আমরা এবার বাইরের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করব। এটি আগে কখনও হয়নি।’

জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা নিয়ে কিছু শঙ্কা থাকলেও সরকারের সবুজ সংকেত পাওয়ার কথা জানিয়ে ইফতেখার বলেন, ‘সব দিক বিবেচনা করে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’

সবশেষে তিনি জানান, এবারের বিপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে দেশি-বিদেশি সব পক্ষের জন্য সমান সুযোগ থাকবে। নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরাও দল নিতে পারবে।

‘উন্মুক্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে। আমরা অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে নির্দিষ্ট মানদণ্ড তৈরি করব, সেগুলো পূরণ করলে বিদেশি প্রতিষ্ঠানরাও ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে।’-যোগ করেন ইফতেখার।