অপরিবর্তিত ইংল্যান্ড একাদশ, সুযোগ পাননি আর্চার

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ২০:২৩
শেয়ার :
অপরিবর্তিত ইংল্যান্ড একাদশ, সুযোগ পাননি আর্চার

ভারতের বিপক্ষে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। যার ফলে জোফরা আর্চারের প্রত্যাবর্তন আরও বিলম্বিত হলো।

চার বছর পর স্কোয়াডে ফিরলেও পারিবারিক জরুরি কারণে সোমবার অনুশীলনে অংশ নিতে পারেননি পেসার আর্চার। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার দলের সঙ্গে বার্মিংহামে যোগ দেবেন।

এদিকে ভারতীয় শিবিরে পেসার জসপ্রিত বুমরাহকে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। দলের সহকারী কোচ রায়ান টেন ডসকেট জানিয়েছেন, বুমরাহ ফিট থাকলেও কন্ডিশনের উপর ভিত্তি করে তাকে বিশ্রামে রাখা হতে পারে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে কেবল তিনটি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

প্রথম টেস্টে হেডিংলিতে জয় পাওয়া ইংল্যান্ড এবার সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যেতে চায় সেই এজবাস্টনে, যেখানে এখনও কোনো টেস্ট জিততে পারেনি ভারত। ১৯৬৭ সালে প্রথমবার মাঠে নামার পর এজবাস্টনে ভারতের রেকর্ড ৮ ম্যাচে ৭ হার, ১ ড্র।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।