আরও তিন নারীর সঙ্গে সম্পর্ক ভারতীয় ক্রিকেটারের, দাবি তরুণীর

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ২০:১৪
শেয়ার :
আরও তিন নারীর সঙ্গে সম্পর্ক ভারতীয় ক্রিকেটারের, দাবি তরুণীর

আইপিএল জয়ের এক মাসের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগে জড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়াল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তরুণীর দাবি, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দয়ালের সঙ্গে পরিচয় হয় তার। এরপর বহুবার দয়ালের বাড়িতে থেকেছেন এবং ২০২২ সালের আইপিএল ফাইনালেও উপস্থিত ছিলেন, যেখানে দয়ালের তৎকালীন দল গুজরাট টাইটান্স শিরোপা জিতেছিল। এই সম্পর্কের সময়কালে তিনি তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে জানান।

অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন তরুণী জানান, দয়াল শুধু তার সঙ্গেই নয়, আরও তিন নারীর সঙ্গেও সম্পর্কে জড়িত ছিলেন এবং তাদের সঙ্গেও নানাভাবে প্রতারণা করেছেন। তরুণীর দাবি, দয়াল তার ফোন ব্যবহার করে বিভিন্ন সামগ্রী কিনেছেন, এমনকি তার কাছ থেকে অর্থও নিয়েছেন। তরুণী প্রমাণস্বরূপ ছবি, স্ক্রিনশট ও ভিডিও পুলিশের কাছে জমা দিয়েছেন।

তরুণীর অভিযোগ অনুযায়ী, দয়াল তাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং স্ত্রীসম ব্যবহার করতেন, যাতে তিনি পুরোপুরি বিশ্বাস করে ফেলেন। তবে প্রতিবাদ করায় তার উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।

১৪ জুন হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইলেও কার্যকর ব্যবস্থা না পেয়ে শেষ পর্যন্ত অনলাইনে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। এরপরই মুখ্যমন্ত্রীর দফতর গাজিয়াবাদের সার্কেল অফিসারকে ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়।

যশ দয়াল গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচে অংশ নিয়ে ১৩টি উইকেট শিকার করেন। এর আগে গুজরাটের হয়ে খেলতে গিয়ে রিঙ্কু সিংহের এক ওভারে টানা পাঁচ ছক্কা খেয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

এই ঘটনায় যশ দয়ালের পরিবার সকল অভিযোগ অস্বীকার করেছে। তবে এখনও পর্যন্ত ক্রিকেটার নিজে কোনো মন্তব্য করেননি। বিষয়টি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্রিকেটমহলেও।