এক সেঞ্চুরিতে তিন রেকর্ড গড়লেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৯:২৭
শেয়ার :
এক সেঞ্চুরিতে তিন রেকর্ড গড়লেন ডু প্লেসি

বয়স যেন শুধুই একটি সংখ্যা! সেটিই আরও একবার প্রমাণ করলেন ফাফ ডু প্লেসি। ৪১তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে তিনি খেললেন এক দুর্দান্ত সেঞ্চুরি, গড়লেন এক ইনিংসে তিনটি রেকর্ড—যার মধ্যে দুটি আবার বিশ্ব রেকর্ড।

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের বিপক্ষে ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন টেক্সাস সুপার কিংস অধিনায়ক ডু প্লেসি। ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৯টি ছক্কায়। তার এই ইনিংসের সুবাদে নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে টেক্সাস।

এই ইনিংসের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৪০ বছর বয়স পার করার পর একাধিক সেঞ্চুরির মালিক হলেন ডু প্লেসি। তার বর্তমান বয়স ৪০ বছর ৩৫২ দিন। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন আরও চারজন—তবে তাদের প্রত্যেকেরই একটি করে সেঞ্চুরি। তারা হলেন পল কলিংউড, গ্রায়েম হিক, ইমরান জানাত ও জুবাইর আহমেদ।

এছাড়া ডু প্লেসি গড়েছেন আরেকটি বড় রেকর্ড—টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে আজ ২০০তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে এটি ছিল তার অষ্টম সেঞ্চুরি, যা ভেঙে দিয়েছে মাইকেল ক্লিঙ্গার ও বাবর আজমের যৌথ রেকর্ড (৭টি করে সেঞ্চুরি)।

সবচেয়ে চমকপ্রদ তথ্য—ডু প্লেসির টি-টোয়েন্টি ক্যারিয়ারের সব কটি (৮টি) সেঞ্চুরিই এসেছে অধিনায়ক হিসেবে। এর একটি বাংলাদেশের বিপিএলে, ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। সেই ম্যাচে ইমরুল কায়েস বিশ্রামে থাকায় দলের নেতৃত্বে নেমেছিলেন ডু প্লেসি, এবং সেঞ্চুরি হাঁকিয়েছিলেন খুলনার বিপক্ষে।

এদিনের সেঞ্চুরির মাধ্যমে ফাফ ডু প্লেসি এখন এককভাবে এমএলসি ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। এই লিগে তার মোট তিনটি সেঞ্চুরি, যেখানে দুইটি করে রয়েছে এমআই নিউইয়র্ক অধিনায়ক নিকোলাস পুরান ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ওপেনার ফিন অ্যালেনের।