বিপিএল /

'নোয়াখালী রয়্যালস' নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৮:২১
শেয়ার :
'নোয়াখালী রয়্যালস' নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার আগ্রহ জানিয়েছে সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। আগামী আসরেই দল নিতে চায় লন্ডনভিত্তিক এই কোম্পানি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল বলেন, ‘আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত। যেসব ডকুমেন্টেশন বিসিবিকে জমা দিতে হয়, সেগুলো আমরা তৈরি রেখেছি। আশা করি, বিসিবি আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখবে এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।’

সায়ান গ্লোবালসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির যোগাযোগের ঠিকানা হিসেবে লন্ডনের একটি ঠিকানা দেওয়া রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘বিসিবি যখন ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বা ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের বিডিং আহ্বান করবে, তখন সবকিছুই হবে স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে।’

উল্লেখ্য, বিপিএলের এখন পর্যন্ত ১১টি আসর অনুষ্ঠিত হয়েছে। তবে কখনোই নোয়াখালী নামের কোনো দল অংশ নেয়নি। গত আসর ঘিরে নানা বিতর্ক থাকলেও, বিসিবি এবারের আসরকে সেই বিতর্ক থেকে দূরে রাখতে চায়।

এখনো বিপিএলের পরবর্তী আসরের সময়সূচি চূড়ান্ত হয়নি। তবে আজ বিকেলে বিসিবির পরিচালকদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অন্যান্য বিষয় ছাড়াও বিপিএল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।