ক্যারিবিয়ানে খেলতে গিয়ে ‘ব্যাগি গ্রিন’ হারিয়ে বিপাকে প্যাট কামিন্স
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তবে মাঠের বাইরে এক অদ্ভুত সমস্যায় পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ঐতিহ্যবাহী ‘ব্যাগি গ্রিন’ টুপি হারিয়ে ফেলেছেন তিনি, যা এখনো খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এখন একটি পুরনো, ক্ষয়ে যাওয়া টুপি পরে খেলতে হচ্ছে তাকে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতে ‘ব্যাগি গ্রিন’ টুপির গুরুত্ব অনেক। টেস্ট অভিষেকের সময় এই টুপি পান অস্ট্রেলীয় খেলোয়াড়েরা এবং ক্রিকেটজীবনের প্রতিটি টেস্টে সেটি পরেন—এ যেন এক সম্মানের প্রতীক। কামিন্স সেই টুপিটিই হারিয়ে ফেলেছেন, যা নিয়ে বেশ হতাশ তিনি।
এই ঘটনা প্রথম ধরা পড়ে প্রথম টেস্টের টসের সময়। দেখা যায়, কামিন্স একটি পুরনো টুপি পরে মাঠে এসেছেন। তখনই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। জানা যায়, কামিন্স আসলে পুরনো টুপিটি পরে খেলতে চাননি। তিনি নতুন টুপি পরে সিরিজে নামার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটিও খুঁজে না পাওয়ায় শেষমেশ পুরনো টুপিটিই ব্যবহার করতে হচ্ছে।
মাঠের খেলায় অবশ্য অস্ট্রেলিয়া ঠিকই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। প্রথম টেস্টে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। তবে হার মেনে নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। তিনি আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্তকে দায়ী করেছেন পরাজয়ের জন্য। চেজের মতে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গিয়েছিল, যার ফলে ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে দলকে।
মাঠে পারফরম্যান্স যতই ভালো হোক, কামিন্সের ‘ব্যাগি গ্রিন’ টুপি হারিয়ে যাওয়ার ঘটনাটি অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে এখন এক আবেগঘন আলোচনার বিষয় হয়ে উঠেছে।