ম্যাচ শেষে মেসির জার্সি, বুট, শর্টস ও জুতা নিয়ে গেলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৫:৫৮
শেয়ার :
ম্যাচ শেষে মেসির জার্সি, বুট, শর্টস ও জুতা নিয়ে গেলেন দেম্বেলে

ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে একেবারেই ভুলে যাওয়ার মতো একটা দিন কাটালেন লিওনেল মেসি। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি মেসির ইন্টার মায়ামি। ৪–০ গোলে হারিয়ে ম্যাচ থেকেই বিদায় নিতে হয় যুক্তরাষ্ট্রের এই ক্লাবকে।

ম্যাচের প্রথমার্ধে ছিলেন প্রায় অদৃশ্য, দ্বিতীয়ার্ধে কিছু ঝলক দেখালেও তা দলকে ম্যাচে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না। তবে মাঠের পারফরম্যান্স যতই নিষ্প্রভ হোক, ম্যাচ শেষে মেসিই ছিলেন আলোচনার কেন্দ্রে।

পুরনো ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামা এবং সেখানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের কারণেই হয়তো এই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, পিএসজির একে একে অনেক খেলোয়াড় মাঠে এসে মেসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। দোন্নারুম্মা, কাভারাস্কেইয়া, ভিতিনিয়া, লুকাস এরনান্দেজ, মারকিনিওস, হাকিমিরা সবাই ছুটে আসেন মেসিকে ঘিরে।

তবে সবার চেয়ে আলাদা করে চোখে পড়েছেন উসমান দেম্বেলে। সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির সঙ্গে শুধু কোলাকুলিই নয়, ম্যাচ শেষে তাঁর জার্সি, শর্টস এবং বুটও সংগ্রহ করেন দেম্বেলে! পরে ইনস্টাগ্রামে সেগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’

স্টোরিতেও পোস্ট করেন মেসির জার্সি, বুট, শর্টস এবং লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কাছ থেকে পাওয়া জার্সির ছবি। পাশাপাশি ডেভিড বেকহামের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন দেম্বেলে।

মাঠে ফল যাই হোক, ম্যাচের শেষ মুহূর্তগুলো যেন হয়ে থাকল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার এক মধুর সাক্ষাৎ।