বরুণের স্বপ্নের একাদশে ভারতের ৩ জন, নেই রোহিত-কোহলি
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও ভারতের জাতীয় দলে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বরুণ চক্রবর্তী। সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়েছিল তার স্বপ্নের টি-টোয়েন্টি একাদশের ব্যাপারে। যদিও অশ্বিনের শর্ত ছিল, এমন সব খেলোয়াড়দের বাছাই করতে হবে যাদের সঙ্গে বরুণ খেলেছে।
স্বপ্নের একাদশে মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটারকে রেখেছেন বরুণ। এর মধ্যে নেই বড় নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। দেশটি থেকে নিয়েছেন ব্যাটার সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বোলার জাসপ্রিত বুমরাহকে।
ওপেনিংয়ে বরুণ রেখেছেন টি-টোয়েন্টির দুই বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) ও জস বাটলারকে (ইংল্যান্ড)। তিন নম্বরে এই রহস্য স্পিনারের পছন্দ সূর্যকুমারকে। টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটার তিনি। এরপরই আছেন আরেক ছক্কাবাজ নিকোলাস পুরান। দক্ষিণ আফ্রিকা ও সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেনকে রেখেছেন তিনি পাঁচ নম্বরে।
বরুণের স্বপ্নের একাদশে এরপরই আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও আন্দ্রে রাসেল। দুইজনই মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ বলও করেন। আট নম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা সুনীল নারাইনকে রাখা হয়েছে। ব্যাট হাতে টপ অর্ডারেও খেলার সক্ষমতা আছে তার। পরের স্থানটি আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। ব্যাট চালাতে সিদ্ধহস্ত তিনিও।
পেসার হিসেবে বরুণ তার দলে জায়গা দিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও শ্রীলংকার মাথিশা পাথিরানাকে। বর্তমানে সেরা বোলার বুমরাহ। তবে পাথিরানাকে বেছে নেওয়া কিছুটা বিস্ময়েরই। তবে চেন্নাই সুপার কিংস বরাবরই আস্থা রাখে পাথিরানার ওপর। এই তরুণের গতির সঙ্গে দুর্দান্ত সব ইয়র্কার দেওয়ার দক্ষতা আছে।
সবমিলিয়ে বরুণের স্বপ্নের একাদশটি দারুণ ভারসাম্যপূর্ণ। একাদশের নয়জনই ব্যাট করতে পারেন। তবে বোলিংয়েও বৈচিত্র্যের অভাব নেই। দুইজন স্পিনার ও দুইজন পেসারসহ মূল বোলারই চারজন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও আন্দ্রে রাসেল যেকোনো দিন ২-৩ ওভার বোলিংয়ের সামর্থ্য রাখেন। হাত ঘোরাতে পারেন ট্রাভিস হেডও।
বরুণ চক্রবর্তীর সপ্নের একাদশ: জস বাটলার, ট্রাভিস হেড, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরান, হেনরিখ ক্লাসেন, হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ এবং মাথিশা পাথিরানা।