হয়তো ক্লাব বিশ্বকাপ আমাদেরকে ধ্বংস করে দেবে: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৩:২৬
শেয়ার :
হয়তো ক্লাব বিশ্বকাপ আমাদেরকে ধ্বংস করে দেবে: গার্দিওলা

ধকল সামলানো নিয়ে এমনিতেই প্রচুর কথা হয় ইউরোপীয় ফুটবলে। শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে হাঁপিয়ে ওঠার ব্যাপারটি অনেক ফুটবলারের মুখেই নানা সময় শোনা গেছে। এর মধ্যে অতিরিক্ত সংযোজন ক্লাব বিশ্বকাপ। নিশ্চিতভাবেই এর কারণে ক্লান্তির মাত্রা আরও বাড়বে ফুটবলারদের। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার তো শঙ্কা, ক্লাব বিশ্বকাপের ফলে চোট দল হিসেবেই ম্যানচেস্টার সিটিকে ধ্বংস করে দিতে পারে!

আগে ছোট পরিসরে হতো ক্লাব বিশ্বকাপ। তবে এবার থেকে শুরু হয়েছে বড় আকারে, ৩২ দল নিয়ে। গার্দিওলার শঙ্কা, ‘হয়তো নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে (চোটের কারণে) বিপর্যয় নেমে আসবে। হয়তো আমরা তখন ক্লান্ত-অবসন্ন থাকব ও ক্লাব বিশ্বকাপ আমাদেরকে ধ্বংস করে দেবে। আমি ঠিক জানি না, কারণ এই প্রতিযোগিতা তো আমরা জীবনে প্রথমবার খেলছি। মানসিকভাবে যদি বলি, ফুটবলাররা তো আগে ক্লাব মৌসুম শেষে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে। এটা তাই একদম নতুন কিছু নয়। কখনো কখনো মানসিকভাবে বিশ্রামটাও গুরুত্বপূর্ণ। এতে ক্লান্তি কাটিয়ে ওঠা যায় এবং এরপর আমরা মাঠে ফিরলে বাকিটা বোঝা যাবে।’

এর আগে, বেশ কয়েকজন ফুটবলার ও কোচ ক্লাব বিশ্বকাপের সমালোচনা করেছেন। এর মধ্যে আছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপও। ‘ফুটবলের সবচেয়ে জঘন্য আইডিয়া’ হিসেবে ক্লাব বিশ্বকাপকে আখ্যায়িত করেছেন তিনি। 

যদিও গার্দিওলা মনে করেন, অনেকে না খেলতে পেরে এই টুর্নামেন্টের বদনাম করছে। গার্দিওলার ভাষ্য, ‘শুনুন, ইয়ুর্গেনের সঙ্গে অনেক অনেকবার লড়েছি আমি। ভালো করেই জানি, তার বক্তব্য কোন জায়গা থেকে এসেছে। এজন্যই তার মন্তব্য আমাকে খুব একটা বিস্মিত করেনি। ...আমরা তো ম্যানেজার, আমরা টুর্নামেন্ট আয়োজন করি না। তবে যখন আমরা এখানে খেলতে এসেছি, অবশ্যই আমরা গর্বিত। অনেক অনেক দলই এই টুর্নামেন্ট নিয়ে অভিযোগ করে, কারণ তারা এখানে আসতে পারেনি। এখানে খেলতে পারলে তাদেরও ভালো লাগত। এখানে খেলতে পারলে তাদের মিডিয়া ও সমর্থকেরা থাকত এখানে। এই আসরে খেলার জন্য অর্থ পেত তারা এবং তখন তারা খুশি থাকত।’