প্রথমে ফিরেও তাকাননি বুমরাহ, পরে কীভাবে প্রেম-বিয়ে হলো সানজানার সঙ্গে

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১১:২৭
শেয়ার :
প্রথমে ফিরেও তাকাননি বুমরাহ, পরে কীভাবে প্রেম-বিয়ে হলো সানজানার সঙ্গে

ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে উপস্থাপিকা সানজানা গণেশনের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপের সময়। প্রথম দেখায় সানজানাকে পাত্তাই দেননি বুমরাহ। অথচ, বছর দুয়েক পরে তাকেই বিয়ে করেন একই ক্রিকেটার। 

সাবেক ক্রিকেটার হরভজন সিং ও তার স্ত্রী গীতা বসরার ‘হুজ দ্য বস’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বুমরাহ ও সানজানা। সেখানেই প্রেম ও বিয়ের এই যাত্রা তুলে ধরেন তারকা দম্পতি। 

সানজানা বলেছেন, ‘২০১৯ বিশ্বকাপের সময় প্রথমবার দেখা হয়েছিল বুমরাহের সঙ্গে। ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলাম এক দিন। ডিকে (দিনেশ কার্তিক) এবং বাকি কয়েকজন আমাদের দিকে তাকিয়ে হাত নেড়েছিল। সেই দলে জাসপ্রীতও ছিল। তবে কঠিন মুখ করে অনুশীলন করেছিল। যেন প্রতিজ্ঞা করেছিল, ‘‘আমি হাত নাড়ব না তো বটেই, ওর দিকে তাকাবও না।”’

বুমরাহ তাকে এড়িয়ে যাচ্ছেন, এমনই ভেবেছিলেন বলে জানিয়েছেন সানজানা। তার ভাষ্যমতে, ‘ওর বান্ধবী বা স্ত্রী থাকতে পেরে আমি আলাপ করিনি। এক বার মনে হয়েছিল আমিই হয়তো কোনো ভুল করেছি। এরকমই ছিল জাসপ্রিতের ব্যক্তিত্ব।’

যদিও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। সানজানা বলেন, ‘আমরা কথা বলা শুরু করার পর একে অপরকে বুঝতে শুরু করি। যা ভেবেছিলাম তার কিছুই ওর সঙ্গে মেলেনি।’

পাশে বসা বুমরাহ এসময় বলেন, ‘ও একপেশে গল্প বলছে। ও ভেবেছিল আমি বিবাহিত। আসলে আমি বরাবরই খুব লাজুক। সচরাচর কাউকে ‘‘হাই’’ বলে সম্বোধন করি না। লোকের সঙ্গে মিশতে আমার সময় লাগে। সানজানা বলছে আমি ‘‘হাই’’ না বলায় ওর মনে হয়েছিল হয়তো আমি বিবাহিত। এটা কোনো যুক্তি হল?’

প্রসঙ্গত, ২০২১ সালের মার্চে সানজানাকে বিয়ে করেন বুমরাহ। ২০২৩ সালের সেপ্টেম্বরে জন্ম হয় তাদের একমাত্র ছেলে অঙ্গদের।