ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে পিএসজির মুখোমুখি বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১০:৪৬
শেয়ার :
ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে পিএসজির মুখোমুখি বায়ার্ন

চেলসির মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পা রেখেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। তবে নকআউট পর্বে এসে আর চমক দেখাতে পারল না তারা। ব্রাজিলিয়ান এই ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 

আগের রাতেই ইন্টার মায়ামিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পিএসজি। ফ্র্যামেঙ্গো বা বায়ার্ন; যেকোনো একটি দলকে পাওয়ার অপেক্ষায় ছিল তারা। এবার বায়ার্ন সামনে পরায় বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে লুইস এনরিকের দলকে। 

বায়ার্নার হয়ে এদিন জোড়া গোল করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। বাকি গোল দুইটি এরিক পুলগার এবং লিওন গোরেৎজকার। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল শোধ করেছেন গেরসন ও জর্জিনিও। দুই গোলে পিছিয়ে থেকে হারলেও ম্যাচে বেশি (৫১ শতাংশ) বল দখলে ছিল ফ্ল্যামেঙ্গোরই। তবে রক্ষণে গিয়ে ধরা খেয়েছে দলটি। 

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি। সেই ম্যাচ নিয়ে বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেইন বলেছেন, ‘সামনে পিএসজির বিপক্ষে আরেকটি কঠিন ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। তারা অবিশ্বাস্য একটি দল।’